অটোমোবাইল ওয়ার্কশপের নিরাপত্তা - Safety in the Automobile Workshop
পর্ব - ০২
অটোমোবাইল ওয়ার্কশপের নিরাপত্তা

০১। অটোমোবাইল ওয়ার্কশপ বা কারখানা কাকে বলে?
উত্তরঃ যে সকল কারখানায় মোটরযানের বিভিন্ন দোষত্রুটি মেরামত ও সমন্বয়ের মাধ্যমে যানকে সচল রাখা হয়, ঐ সকল কারখানাকে অটোমোবাইল ওয়ার্কশপ বা কারখানা বলে।
০২। নিয়ম কানুন কাকে বলে?
উত্তরঃ ওয়ার্কশপে প্রবেশ হতে শুরু করে সকল প্রকার কাজ শেষ করার পর ওয়ার্কশপ ত্যাগ করা পর্যন্ত কতকগুলো বিধি নিষেধ মেনে চলাকে নিয়ম কানুন বলে।
০৩। দুর্ঘটনার পরিমাণ কয়টি অংশে বিভক্ত?
উত্তরঃ দুর্ঘটনার পরিমাণ দুইটি অংশে বিভক্ত -
- শ্রমিকদের অসর্তকতাজনিত দুর্ঘটনা ৭৫%
- মালিকদের ত্রুটিজনিত দুর্ঘটনা ২৫%
০৪। প্রাথমিক চিকিৎসা কি?
উত্তরঃ কারখানার যে অংশে দুর্ঘটনা ঘটার সম্ভবনা থাকে, সেখানে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদির ব্যবস্থাকে প্রাথমিক চিকিৎসা বলে।
০৫। গ্রাইন্ডিং কাজের পূর্বে চোখে কি ব্যবহার করা প্রয়োজন?
উত্তরঃ গগলস।
০৬। সর্তকতার শ্রেণিবিন্যাস বলতে কি বোঝায়?
উত্তরঃ শিল্পকারখানার বিভিন্ন প্রকারের দুর্ঘটনা ঘটতে পারে, এ দুর্ঘটনা প্রতিহত করার ব্যবস্থাকে সর্তকতার শ্রেণিবিন্যাস বলে।
০৭। মেকানিক্স বলতে কি বোঝায়?
উত্তরঃ শিল্প-কারখানায় যে সকল শ্রমিক সতর্কতা ও দক্ষতার সহিত সকল কার্য সম্পন্ন করে তাকে মেকানিক্স বলে।
০৮। নিরাপত্তা বলতে কি বোঝায়?
উত্তরঃ শিল্প-কারখানায় যে সকল শ্রমিক কাজ করার সময় প্রয়োজনীয় নিয়মাবলি অনুসরণ করে নিজেকে দুর্ঘটনা হতে রক্ষা করে, তাকে নিরাপত্তা বলতে।
০৯। প্রাথমিক চিকিৎসা বক্স সংরক্ষণ সরঞ্জামাদির নাম লিখ।
উত্তরঃ প্রাথমিক চিকিৎসা বক্স সংরক্ষণ সরঞ্জামাদির নাম হল -
- বি.পি ব্লেড
- বি.পি হ্যান্ডল
- সার্জিক্যাল ছোট কাচি
- ডেটল বা স্যাভলন
- তুলা
- সার্জিক্যাল গজ
- রোলার গজ
- এন্টাসিড ট্যাবলেট
- প্যারাসিটামল ট্যাবলেট
- ডার্মাজন ক্রীম
- বিভাসিন ইত্যাদি
১০। লে আউট বা প্রক্কলিত নকশা বলতে কী বোঝায়?
উত্তরঃ কারখানার বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশের অনুষঙ্গিক ব্যবস্থাদির সঠিক অবস্থান দেখিয়ে তৈরিকৃত প্রক্কলন নকশাকে লে আউট বলে।
১১। মোটরযান কারখানার লে আউট তৈরির পূর্বে কি কি বিষয় বিবেচনা করতে হয়?
উত্তরঃ মোটরযান কারখানার লে আউট তৈরির পূর্বে যেসব বিষয়গুলো বিবেচনা করতে হয় তা হল -
- আদর্শ স্থান
- গ্রাহক স্থান
- গ্রাহকের দৃষ্টিগোচর হয় এমন স্থান
- যে স্থানে দুর্ঘটনা কম হয়
- দু'রাস্তার সংযোগ স্থলে
- শহরের উপকন্ঠে ইত্যাদি
বিঃদ্রঃ কোন ভুল উত্তর থাকলে কমেন্ট বক্সে জানাবেন।